ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক অভিযানে চোলাইমদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এ এস আই ছাইদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরস্থ সুরমা নদীর পুর্বপাড় আজমপুর খেয়াঘাট এলাকায় ৪ লিটার চোলাইমদসহ স্থানীয় মুরাদপুর গ্রামের মৃত মালুলাল বেগীর পুত্র মেহেদী হাসান টিপু (৩৬) ও পশ্চিম মাছিমপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র হাসন মিয়া (৩৩) কে আটক করা হয়। অপরদিকে এ এস আই সুমন মিয়ার নেতৃত্বে উপজেলা খাদ্যগুদাম এলাকায় ২ লিটার চোলাই মদসহ স্থানীয় পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত আশাদ আলীর পুত্র তোহেল মিয়া (৫০) কে আটক করা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
