ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ছাতকে আসার পথে ভারতীয় মদসহ ফরহাদ আহমদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের রাস্তা থেকে মদসহ তাকে গ্রেফতার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ফরহাদ ছাতক শহরের তাতিকোনা এলাকার রোয়াব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই অপূর্ব কুমার সাহা অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-০৬) রুজু করা হয়েছে।

