ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মৃত তাহির আলীর ছেলে মাে. আহমদ আলী (৪৫), কুশিউড়া গ্রামের গেদু মিয়ার ছেলে মাে. রফিক মিয়া (৩৩), ছনোগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চান মিয়া (৫৫) ও কিরনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মাে. জামাল মিয়া (৫০)।
শনিবার গভীর রাতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম এর দিকনির্দেশনায় এসআই অরুপ বিশ্বাসের নেতৃত্বে এএসআই মােঃ কামাল হােসেনের সহযোগিতায় পুলিশের একটি দল রাঙ্গাউটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস, নগদ ৬২৪০ টাকা, ১টি মােটর সাইকেল জব্ধ করা হয়।
রবিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

