সংবাদদাতা, দোয়ারাবাজার :: দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের নেতাকর্মীদের উপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অস্ত্রের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রচারণা শেষ দিনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমীরুল হক এবং তাঁর কর্মী সমর্থকরা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলামের ভোটার, নেতাকর্মী, সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর ও প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়া দেয়া হচ্ছে বলে বুধবার স্থানীয় প্রশাসনে একটি লিখিত অভিযোগও করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লিয়াকতগঞ্জ বাজারে তাঁর নির্বাচনী অফিসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমান চেয়ারম্যান আমীরুল হক ভোটের মাঠে তার জনপ্রিয়তার ধ্বস নামায় তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছেন। নিজে এবং তার লোকজন দিয়ে প্রকাশ্যে মোটরসাইকেলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। গত রাতে আমার কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালিয়ে মারধর করাসহ রাতে অন্ধকারে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। গতরাতে আমার কর্মীদের ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমীরুল হককে ভোট না দিলে কেন্দ্রে গিয়ে কোন লাভ হবেনা বলেও প্রচার করছেন। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ ঘটনার সত্যতা অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমীরুল হক বলেন, ‘এব্যাপারে আমার কিছুই জানা নেই। তারাই এসব করছে।’

