ডায়ালসিলেট ডেস্ক:: বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা ১৫ দিনের ব্যবধানে ফের করোনা টেস্টে পজিটিভ হলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই খবর জানানো হয়। তবে চিন্তিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করা হয়েছে ক্রিকেটপ্রেমীদের।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২০ জুন ফেসবুকে পোস্টের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন স্বয়ং মাশরাফি। চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, ১৫ দিন পর ফের করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তাঁর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী বলেছেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৮ জুলাই আবার করোনা টেস্ট হবে মাশরাফির। তখন হয়তো সেরে উঠবে ও। অধিকাংশ সময়ে ১৪ দিনের মধ্যে রোগী সেরে ওঠে। কিন্তু সেটাই বাধ্যতামূলক নয়। কারও ক্ষেত্রে বাড়তি সময় লাগতেই পারে।”

