ডায়ালসিলেট ডেস্ক;:
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তিন লক্ষাধিক মানুষের জন্যে প্রথম পর্যায়ে ৪ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। শুক্রবার সকাল সাতটার দিকে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করে তা আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সাদবীর জামান রকি এসব তথ্য জানিয়ে বলেন, চার হাজার ডোজ করোনার ভ্যাকসিন ও সাত হাজার দুইশত সিরিঞ্জ আজ ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি টিমের মাধ্যমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই প্রত্যেককে নিবন্ধন করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

