ডায়ালসিলেট ডেস্ক::সিলেট নগরীতে ৬০০ চকলেট বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তারকৃত জিয়া আহমদ (৪০) সিলেটের শিববাড়ীর কিশানপুর গ্রামের প্রয়াত মন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।