ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপি সিলেটের কোতোয়ালী থানাধীন কাষ্টঘর দুর্জয় হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৭৫ পিস ইয়াবাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামীর নাম ও ঠিকানা- ফয়সাল আহমেদ (২৩) পিতা- মৃত জামাল খান , সাং- দাসপাড়া চকগ্রাম, থানা- শাহপরান (রহঃ), এসএমপি সিলেট ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

