ডায়াল সিলেট ডেস্ক:সড়ক সম্প্রসারণ কাজ চলাকালে সিলেট নগরীর জিন্দাবাজারে ট্রান্সফরমারসহ হেলে বিদ্যুতের খুঁটি। সোমবার বিকেলে পূর্ব জিন্দাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর দুর্ঘটনা এড়াতে জিন্দাবাজার-জেলরোড সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, গত কয়েকদিন ধরেই সড়ক সম্প্রসারণের জন্য জিন্দাবাজার-জেলোড সড়কের পাশে ড্রেন নির্মানের কাজ চলছে। সোমবার বিকেলে এ কাজের সময় পূর্ব জিন্দাবাজারের আর বি কমপ্লেক্সের সামনে ট্রান্সফরমারসহ বিদ্যুতের ২টি খুঁটি হেলে পড়ে। হেলে পড়ার সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ওই সমড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।
এই সড়কে ড্রেন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার আলী আকবর চৌধুরী বলেন, খুঁটি হেলে পড়ার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভসের লোকজন ঘটনাস্থলে এসে কাজ করছে। তবে সড়কটি পুণরায় চালু হতে কিছুটা দেরী হবে বলে জানান তিনি।

