২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীর মহাজনপট্টি থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট নগরীর মহাজনপট্টি থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাহমুদ আহমদ খান ওরফে অপু খান সিলেটের মোগলাবাজারের পাঠানপাড়া গ্রামের প্রয়াত মবশ্বির খানের ছেলে।

আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।