ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট নগরীতে এক প্রবাসী ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে মানিকপীর রোডে এ ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার প্রবাসী আমেরিকার মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেল আহমদ তালুকদার।
এসময় ছিনতাইকারীরা প্রবাসী রাজেল তালুকদারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগী প্রবাসী রাজেল আহমদ জানান, সোমবার সন্ধ্যায় মালঞ্চ কমিউনিটি সেন্টারে আসামাত্র কয়েকজন সংঘবদ্ধ ছিনতাইকারী তার উপর আক্রমণ করে সাথে থাকা দুটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং এক লক্ষ ১০হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, আগামীকাল উনার আকদ অনুষ্ঠান এজন্য তিনি নগরীতে কিছু কেনাকাটা করার জন্য এসেছিলেন।
এ ব্যাপারে সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ বিপল চন্দ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তারপরও পুলিশ ছিনতাইকা- রীদের সনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সকালে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

