ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুড়দেও গ্রামে বাড়ির সামনের নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়দেও গ্রামের রফিকুলের পুত্র ইয়াসিন (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মিম (৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ির সামনের নদীতে পড়ে যায় ওই দুই শিশু।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

