বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সদস্যরা সিলেট এসেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২০ অক্টোবর২০২০ইং) তদন্ত দলের সদস্যরা নগরীর আখালিয়ায় রায়হানের বাড়িতে যান।
এসময় উপস্থিত ছিলেলন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ আইয়ুব।
পরে তারা রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরে রায়হানের পরিবারের সাথে কথা শেষে তদন্ত কমিটির প্রধান এআইজি মোহাম্মদ আয়ুব বলেন, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর পুলিশ সদস্যদের আর কারা জড়িত আছেন কিনা এ এ ব্যাপারে রায়হানের পরিবারের কাছে কোনো তথ্য আছে কী না তা জানতেই আমরা এখানে এসেছি। আশাকরি দু একদিনের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি।

