ডায়ালসিলেট ডেস্কঃঃ শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।
Thank you for reading this post, don't forget to subscribe!এ ঘটমায় নুরুন্নাহারের শিশুপু্ত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রাতেই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার লাশ দুটি ময়নাতদন্ত শেষে উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদ্রাসা গোরস্থানে দাফনের কথা রয়েছে।

