ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।পাথর চুরির মামলার ওয়ারেন্ট থাকায় কোম্পানীগঞ্জের এই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগষ্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে ছিলেন এর পর থেকে তখন আর তিনি কোন নৌকায় আর সাদা পাথর পাঠাননি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, আলমগীর হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে।

