২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরেরবাজার থেকে ১৯১পিস ইয়াবাসহ যুবক আটক

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন পীরেরবাজার থেকে ১৯১ পিস ইয়াবাসহ আহম্মেদ আল মোমিন রাফি (১৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক স্থানীয় দাসপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।