ডায়ালসিলেট ডেস্কঃঃ আবারও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল আলম নাদেল। শুক্রবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।
Thank you for reading this post, don't forget to subscribe!নাদেল এরআগেও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
শুক্রবার সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সংস্থার বাকী পদগুলোতে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার মেরিনা দেবনাথ শুক্রবার বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। এতে শফিউল আলম নাদেল বিপুল ভোটে বিজয়ী হন।
নির্বাচনে ৩২টি ভোট পড়ে। এতে ৩০টি ভোট পেয়ে নির্বাচিত হন নাদেল। বাকি দুটি ভোট পান হবিগঞ্জের শুভ্র শংকর।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. আক্তারুজ্জামান ও আব্দুল জব্বার জলিল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিপার উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, নির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, রেজওয়ানুল হক রাজা, মোজাম্মেল হক মুনিম, ইশতিয়াক আহমদ শামীম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আব্দুর রশীদ তালুকদার ইকবাল, নারী নির্বাহী সদস্য তামান্না ইয়াসমীন নাজমী ও জীবন নাহার বেগম।
নির্বাহী সদস্য পদে আব্দুল মালিক রাজা গত ২৮ নভেম্বর মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য রাখা হয়েছে।
পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার।
এর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে একটিমাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। প্যানেলের সবাই নির্বাচিত হন।

