ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনের প্রথম দিনেই অ্যাকশনে নেমেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত স্থানসমূহ ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।
অভিযানকালে জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ’একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালা-পালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, ’সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’
তিনি আরও বলেন, ’জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।’
উল্লেখ্য, ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাট ও ক্ষতির ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। নতুন জেলা প্রশাসকের পদক্ষেপে স্থানীয়দের মধ্যে আশা তৈরি হয়েছে যে সাদাপাথরের নিরাপত্তা জোরদার হবে।

