ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল বাহার উদ্দিন বাক্কই নামের এক আসামিকে। পথিমধ্যে হঠাৎ করেই ভ্যানের ভেতর থেকে ভেসে আসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন স্লোগান। এসময় মুহূর্তেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইঘাট বাজার এলাকায় সৃষ্টি হয় কৌতূহল ও চাঞ্চল্য।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পর সিলেটে ৫ আগস্ট হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ রাজনৈতিক স্লোগান শোনা যায় আসামীর প্রিজন ভ্যানে।
স্থানীয়রা জানান, বাহার উদ্দিন বাক্কই ছিলেন গোয়াইনঘাটের পরিচিত মুখ, যুবলীগ নেতা এবং একাধিক মামলার আসামি। দীর্ঘ এক বছর পর জনসমুখে এই রাজনৈতিক স্লোগান বাজার এলাকায় ফের শোনা গেলো তার মুখে। সোমবার (৪ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দল উপজেলার কোওর বাজার এলাকা থেকে বাহার উদ্দিনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমান ওরফে ছক্কার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, ‘বাহার উদ্দিন বাক্কই একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।’

