বিনোদন ডেস্ক::গেল বছরটি খুব একটা খারাপ কাটেনি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। করোনার প্রকোপের আগেই মুক্তি পায় তার অভিনীত ‘শাহেনশাহ’- শিরোনামের ছবি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর করোনার কারণে বিরতিতে যান। হয়ে পড়েন ঘরবন্দি। সৌভাগ্যবশত ফারিয়া ময়মনসিংহে নিজেদের ফার্ম হাউজে চলে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। শোবিজে কাজ শুরু করার পর এত দীর্ঘ সময় তিনি আগে পাননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরমধ্যে স্মরণীয় ঘটনা আসে। বাগদানের কাজটি সেরে ফেলেন তিনি। ক’দিন আগেই তিনি প্রকাশ করেন নিজের গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। গানটিতে ফারিয়ার পারফরম্যান্সও প্রশংসা কুড়ায়। এদিকে নতুন বছরে অপূর্ণ থাকা ৭টি ছবির টানা শুটিং করে কাজ শেষ করার পরিকল্পনা তার। ২০২১ সালটা কাজের মধ্যেই থাকতে চান এ নায়িকা। এই ছবিগুলো হলো- ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ভয়’, ‘পাতালঘর’, ‘বিবাহ অভিযান-২’, ‘বঙ্গবন্ধু’ ও ‘যদি কিন্তু তবুও’। ফারিয়া এ বিষয়ে বলেন, এই সাত ছবির কাজ শুরু হলেও করোনার কারণে শেষ হয়নি। এগুলো আগে শেষ করতে চাই। সঙ্গে নতুন বছরের কাজ তো থাকছেই। এই বছরটি সিনেমার কাজ করেই পার করতে চাই। আর চাইবো পুরো বিশ্ব করোনামুক্ত হোক। এমন অস্বাভাবিক জীবন কেউ চায় না। সবকিছুই যেন থমকে ছিল গত বছর। নতুন বছর যেন সবার জন্য স্বাভাবিক ও সুন্দর হয়- সেটাই প্রত্যাশা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *