ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের বিশ্বনাথে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুক স্টোরিতে অবমাননাকর কটুক্তিমুলক পোষ্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামেরসুধন্য সোম’র পুত্র সুব্রত সোম (২৭)। বৃহস্পতিবার দিবাগত রাতে আসামি তার ‘সুব্রত সোম’ ফেসবুক আইডির স্টোরিতে মহানবী (সা:) নিয়ে অবমাননামুলক পোস্ট করা হয়। আর সেই পোস্টটি স্কীনশর্ট করে তারই ফেসবুক বন্ধু ‘জুয়েল ভাই’ আইডি থেকে প্রকাশ করে অন্যান্য মুসলিম বন্ধুদের মধ্যে শেয়ার করলে তা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়।
এ নিয়ে এলাকার কয়েকটি মুসলিম যুব সংঘ প্রতিবাদ মূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। তাকে গ্রেফতারের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।
এমন ঘটনা উল্লেখ করে থানা পুলিশের এসআই নুর হোসেন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। শুক্রবার বিকেলে ওই ডায়েরী মুলে তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

