ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বউ-শাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে করে আসছিলেন মাদকদ্রব্য গাঁজার কারবার। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে বন্দি হতে হয়েছে তাদের। তাদের সঙ্গে পাকড়াও হয়েছেন আরেকজন।
Thank you for reading this post, don't forget to subscribe!
গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের অন্তর্গত নতুনপাড়ার মোছা. কুলছুমা বেগম (৪০), তার ছেলের বউ মোছা. আসমা বেগম (৩০) ও ছেলে মো. আবদুল জলিল (২০)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানাপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে নতুনপাড়া বাজারের আদিল ফার্নিচারের দোকানের সামনে ২ কেজি গাঁজাসহ এই তিন মাদক-কারবারিকে গ্রেপ্তারে পুলিশ। এসময় গাজাঁ পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল চন্দ্র বণিক।

