ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!বন্ধ থাকা কোয়ারিতে গোপনে পাথর উত্তোলন চলছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা পাথর কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে কংশ বিশ্বাস (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কংশ বিশ্বাস উপজেলার পূর্ব ইসলামপুরের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার উৎমা কোয়ারির আলমগীর, শাহেদ ও মাকসিদুল টিপুর মালিকানাধীন জায়গায় গোপনে পাথর উত্তোলন করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরে ট্রাক্টরে পাথর তুলতে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই কংশ বিশ্বাসের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন, উৎমাসহ সকল কোয়ারিতেই পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কিছু অসাধু লোক গোপনে শ্রমিকদের মাধ্যমে পাথর আহরণ করছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

