সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর জন্মদিন অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পালন করে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট বিভাগীয় অনলাইন গ্রুপ।
শনিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সময়ে পোয়েটস ক্লাবের পরিচালক কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন কনফারেন্সে বাংলাদেশ পোয়েটস ক্লাবের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন কেন্দ্রীয় সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, পরিচালক অধ্যাপক মিলন রায়, কবি মির্জা আশরাফুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, সম্পাদক কবি সুবর্ণা অধিকারী, যুগ্ম সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, ঢাকা মহানগর সভাপতি ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক
কবি ডাক্তার মুহসিনা খানম, মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক), সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, ইউকে সভাপতি কবি কবি ফয়জুর রহমান, মহাসচিব কবি লুৎফুর রহমান চৌধুরী, কলকাতা সভাপতি কবি মোঃ আল্লারাখা, বরিশাল জেলা সভাপতি কবি শাহ্ কামাল সবুজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শেদা ভূইয়া মীরা, চুয়াডাঙ্গা জেলা সভাপতি কবি খন্দকার হামিদুল
ইসলাম আজম, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পিয়ারা, সিলেট জেলা মহিলা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, ফেনী জেলা সম্পাদক জহিরুল জাহাঙ্গীর, ঢাকা মহানগর মহিলা সম্পাদক রাবেয়া রুবী প্রমুখ।
সভায় সর্বপ্রথমে সদ্য প্রয়াত প্রাক্তন মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
কনফারেন্সে গান পরিবেশ করেন কবি শাহ্ কামাল সবুজ ও সৈয়দা শিরিন আক্তার। সভায় কবি মাসুদা সিদ্দিকা রুহীর জন্মদিন উপলক্ষে সবাই তাঁর দীর্ঘায়ূ কামনা করেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *