ডয়িাল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।মৌলভীবাজারের কুলাউড়ার বিএনপির ব্যানারের নিচে বসে স্লোগান দেওয়ার এ ঘটনায় ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে ফাহিম ইসলামকে গ্রেপ্তার করে।
রোববার (১০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ওসি।

