ডায়াল সিলেট ডেস্ক;-
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিবাগত (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার আলীনগর ও লালারচক সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৪৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ১ হাজার টাকা মূল্যের ১ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় সিগারেট ও ৯০০ প্যাকেট নাসির পাতার বিড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দিবারাত্রি ২৪ ঘণ্টা টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত তৎপরতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে।

