২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বরম্ভরপুর থেকে মাদকবিক্রেতা আটক

ডায়ালসিলেট ডেস্ক::   সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুর থানা এলাকা থেকে ৫৪৫ পিস ইয়বাসহ ১ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বেতাগড়া গ্রামে অভিযান চালিয়ে মো. বুরহান উদ্দিন (২৫) নামের এক মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব।

এসময় ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়। বুরহান উদ্দিন ওই থানার রাজাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

উদ্ধারকৃত মালামালসহ বুরহানকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।