ডায়ালসিলেট ডেস্ক :: করোনায় খেলাধুলা না থাকায় অবসর সময়কে প্রোপারলি কাজে লাগাচ্ছেন উঠতি ক্রিকেটাররা। করোনার মধ্যেই বিয়ে করেছেন মেহেদী হাসান।
Thank you for reading this post, don't forget to subscribe!গত রোববার সন্ধ্যায় পারিবারিক পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মেহেদী। মেহেদীর স্ত্রী খুলনার স্থানীয় মেয়ে, নাম ঋতু। খুলনা মহিলা কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়ার কথা ছিল মেহেদীর স্ত্রীর। করোনাভাইরাসের কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এইচএসসি পরীক্ষা দেয়ার আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঋতু।
ঘরোয়া পরিবেশে মেহেদীর বিয়ে সম্পন্ন হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
অলরাউন্ডার মেহেদী হাসান এখন নিজ শহর খুলনাতেই রয়েছেন। ব্যক্তিগত অনুশীলন শুরু করা ১৩ জন ক্রিকেটারের মধ্যে তিনি একজন। সেই সাথে জীবনের নতুন ইনিংসও শুরু করলেন তিনি।
জাতীয় দলের হয়ে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মেহেদী হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। এছাড়া ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে থাকেন তিনি।

