ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণ এবং সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। জেলার অন্যান্য নদীর পানিও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে সুরমা–কুশিয়ারা তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয়রা।
পাউবো সিলেট কার্যালয় জানায়, মঙ্গলবার সকাল ৯টার পরিমাপে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘণ্টায় সিলেটের সবকটি নদীর পানিই বেড়েছে। এর মধ্যে সুরমার পানি কানাইঘাটে বেড়েছে ৮২ সেন্টিমিটার, সিলেট শহর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার। কুশিয়ারার পানি আমলসীদে বেড়েছে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার এবং শেরপুরে বেড়েছে ৮ সেন্টিমিটার।
সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইতোমধ্যে নদীর তীরবর্তী মানুষদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বাঁধের অনেক জায়গা এখনো পুরোপুরি মেরামত হয়নি। ফলে এবার পানি আরও বাড়লে এসব দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ জনপদ।
পাউবোর কর্মকর্তারা বলছেন, বাঁধগুলোতে মেরামতের কাজ আংশিক শেষ হলেও অধিকাংশ এলাকায় এখনও ঝুঁকি রয়ে গেছে। তারা স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

