ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আবুল কালাম আজাদ নামে ওই নেতা শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। পাসপোর্ট যাচাইয়ের সময় জানা যায় তিনি ‘স্টপলিস্টে’ ছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা যায়, তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় তাকে ফেরত পাঠানো হয়।
আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

