ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটপাট ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাব উদ্দিন।
সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, “কোম্পানিগঞ্জ থানায় গত মাসে দায়েরকৃত একটি মামলায় শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে “
এর আগে গত ১১ আগস্ট রাতে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুটকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার সব পদ স্থগিত করা হয়। একই সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও ৫ আগষ্ট পরবর্তী সময়ে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পাশাপাশি অভিযোগ তদন্তে সহ-সভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখায় শেষ পর্যন্ত দলীয় পদ হারাতে হয় এবং সর্বশেষ গ্রেফতার হলেন তিনি।

