ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজারের শমসেরনগর সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রুবেল স্থানীয় ব্যবসায়ী ছিলেন এবং নিয়মিতভাবে শহরের শমসেরনগর সড়কে তার নিজস্ব দোকানে বসতেন। ঘটনার সময় তিনি প্রতিদিনের মতো দোকানে অবস্থান করছিলেন। রুবেলের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রাত আনুমানিক ৮টার দিকে রুবেল আহত অবস্থায় দোকান থেকে বের হয়ে প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। তার আহাজারিতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রুবেলের পেট ও গলার অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুল হক। তবে তিনি জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী মহল নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

