ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেট মহানগরীর রেজিষ্ট্রি মাঠে সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।
জানা যায়, সোমবার দুপুর ১টায় সিলেট মহানগরীর রেজিষ্ট্রি মাঠে প্রথমে সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠান শুচনা হলে পরবর্তীতে বিকাল ৪টার দিকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এসময় র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়।
মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতি নির্বাচনী ট্রেনে ওঠে গেছে। আর কেউ ট্রেন থামাতে পারবে না। কারণ সেনাবাহিনী, সরকার, নির্বাচন কমিশন, সাধারণ মানুষ সবাই নির্বাচন চায়।
এ সময় তিনি আরো বলেন, যারা ৭১ স্বীকার করে না তাদের এই দেশে ভোট চাওয়া বা নির্বাচন করার অধিকার নাই।
এসময় সমাবেশ ও পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ প্রমুখ।
এসময় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি ইউনিটে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ক্রীড়ানুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার পরামর্শ দেন।
এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিটের ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণ মিছিলে যোগদান এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করেন।

