ডায়াল সিলেট ডেস্কঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

যে কোন ধরনের অনিয়ম, দূর্নীতি আমাকে ছুতে পারবে না। আগামী ২ বছর আপনাদের হয়ে থাকতে চাই। আমি আম্পায়ার হিসেবে কাজ করতে চাই। সিলেটের যেকোন সমস্যা আপনারা আমাকে খোলাখুলি বলবেন। আমি চেস্টা । করব আমার স্থান থেকে, সত্য নায়ের পক্ষে কাজ করার। সোমবার সিলেট জেলার রাজনীতিবদদের সঙ্গে মতবিনিময় সভায় একথাগুলো বলেন নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ওই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারন সম্পাদক
ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন,মহানগরের আমির ফফরুল ইসলাম, সিলেট জেলার নায়েবে আমির অধ্যাপক আবদুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি রিয়াজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এনসিপির নাজিম উদ্দিন শাহান, মহানগরের প্রধান সমন্বয়ক, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, এবি পার্টি সিলেট জেলার আহবায়ক নাজমুল ইসলাম, তালামীযে ইসলামীর পশ্চিমজেলার সভাপতি আবদুর রাজ্জাক সাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর এই সিলেটকে আমরা আগলে রেখেছি। সিলেটের যে রাজনৈতিক সম্প্রিতি আছে সেটি এখনো অক্ষুন্ন আছে। আমাদের সিলেটের অনেক সমস্যা রয়েছে। সিলেটের ফুটপাত দিয়ে হাটা যায়না,সুরাম নদী খনন নেই কয়েক যুগ ধরে, সিলেটে অপরাধ বেড়েছে, সিলেটের পর্যটন প্রকৃতি বিনষ্ট হচ্ছে। সিলেটের বিয়ানীবাজার চারলেন সড়ক প্রকল্প বাস্তবায়ন. সিলেট ঢাকা মহাসড়কে ৬ লেনের কাজ সহ বিভিণ সমস্যার কথা তুলে ধরা হয়। এছাাড়া সাদাপাথর লুটে প্রকৃতদের খোজে বের করার আহবান জানান তারা। এর আগে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধসঢ়;দ্বীপ কুমার সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান যুগ কানেক্টিভিটির যুগ। প্রতিটি দপ্তরের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, কাজেই জনগনকে যথাযথভাবে সেবা প্রদান করা আবশ্যিক দায়িত্ব।
আধুনিক ও স্বয়ংস্বম্পূর্ণ সিলেট গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের উপর জোর দেন তিনি। এছাড়া পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো আরো আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপের কথা বলেন। পরিশেষে সিলেট শহরকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *