সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে সেইদিন পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় ডিউটি অবস্থায় দায়িত্বরত তিন পুলিশ কনস্টেবল শামিম, দেলোয়ার ও সাইদুল আদালতে সাক্ষীগ্রহন দিয়েছেন। তবে তারা ৩ জনের বরখাস্ত বা প্রত্যাহারের মধ্যে কেউই নন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৯ অক্টোবর) সোয়া ২টার দিকে সিলেটের আদালত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তাদেরকে নিয়ে আসা হয়।
গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ আরো আরো তিন পুলিশ কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
ওই রাতের ঘটনার সাক্ষী হিসেবে কর্মরত থাকা বাকি তিনকে আদালতে তোলা হয়।তবে তারা এঘটার প্রত্যক্ষদর্শী বলে জানা জায়।
তবে বক্তব্য রেকর্ড করতে তিনজনকে আদালতে তোলেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। এ বিষয়ে এখন পর্যন্ত পিবিআইয়ের পক্ষ থেকে কিছু জানা য়ায়নি।

