নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে (৩০) নির্যাতন করে হত্যায় জড়িত বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার (২৪ অক্টোবর২০২০ইং) বিকেল ৪ টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর বিজ্ঞ বিচারক শারমিন খানম নীলা আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকেও রায়হান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭দিনের রিমান্ড আবেদন করলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এই নিয়ে রায়হান হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত এস আই আকবর ভুইয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রায়হান হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করার পর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পি বি আই)

