Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: রোভার স্কাউটস এর সিলেট জেলা মাল্টিপারপাস ওয়ার্কসপ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মে) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ‘ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ জাদুঘর’ এ ওয়ার্কশপ সম্পন্ন হয়। ওয়ার্কশপে চলতি বছরের সিলেট জেলা রোভার স্কাউটের ক্যালেন্ডারের প্রোগ্রাম নিয়ে পর্যালোচনা ও আগামী বছরের পরিকল্পনাসমূহ নিয়ে জরুরি মতবিনিময় ও আলোচনা হয়।
এ সময় কার্যনির্বাহী কমিটিতে নতুন যুক্ত হওয়া সদস্যদের হাতে নিজ নিজ পদের কার্যবিবরণী তোলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক জেলা রোভারের সাবেক সহ সভাপতি লিয়াকত শাহ ফরিদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার স্কাউট সিলেট জেলার সহ সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। ওয়ার্কসপ পরিচালনা করেন রোভার স্কাউটস সিলেট জেলার কমিশনার মো. মবশ্বীর আলী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন। সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সদস্য, উদীয়মান স্কাউটস লিডার এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিগণ।

