ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীর লন্ডনী রোড আবাসিক এলাকায় ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে চুরেরা লন্ডনী রোডের প্রবেশমুখে চারটি দোকানে দোকানে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও ২০ থেকে ৩০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া দোকানগুলো হলো- সানি স্টোর, বিকে ফার্মেসি, শাহজালাল ষ্টোর ও রুপালী টেইলার্স।
লন্ডনী রোড আবাসিক এলাকার অগ্রনী তরুণ সংঘের সভাপতি মো. জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তিনজন যুবক রাত ৩.৫৫ মিনিটে চুরি করে। তাদের সনাক্ত করতে এয়ারপোর্ট থানার ওসিকে অবগত করা হয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

