ডায়েল সিলেট ডেস্ক :
Thank you for reading this post, don't forget to subscribe!আনন্দ, সম্মান ও অনুপ্রেরণায় পরিপূর্ণ এক আবেগঘন পরিবেশে শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানটির আয়োজন করে সমাজ সচেতন সংগঠন “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক নোমান আহমেদ’র সভাপতিত্বে, শাহরিয়ার হক নাবিল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
সভায় স্বাগত বক্তব্য দেন “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মেডিকেল অনকোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ) ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম। অতিথিরা বলেন “এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা।
আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।”
সভায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী ও তাদের পাশাপাশি উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিথিরা সামাজিক সংগঠন “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহার সামগ্রী তুলে দেন।
এছাড়াও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়-কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
এই সফল আয়োজনের পেছনে নিবেদিত ভাবে কাজ করেন আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন-এর চারজন উদ্যোক্তা, ডা. সৈকত দাস, আসাদুজ্জামান সজীব, রেজোয়ান কায়েস, শায়েখ রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয় আয়োজনটি। আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

