ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!করোনার নমুনা পরীক্ষা আরও জোরালো করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) করোনা ল্যাবে যুক্ত হলো আরও একটি নতুন পিসিআর মেশিন।
আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।
অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, ‘মেশিনের স্বল্পতার জন্য অনেক সময় নমুনা পরীক্ষা করতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। এখন আমরা যেহেতু আরেকটি মেশিন পেয়েছি, সেহেতু কাজটি আরও ভালোভাবে করতে পারব। যখন নমুনার সংখ্যা বেড়ে যাবে, তখন দুটি মেশিনে কাজ করব। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে এ ল্যাব চালু করা হয়েছে।’
শামসুল হক প্রধান আরও বলেন, ‘আমরা গত ১৯ মে থেকে ল্যাবে করোনাভাইরাসের নমুনা শনাক্তকরণের পরীক্ষা শুরু করি। গত ৯ মাসে প্রায় ৩৮ হাজার নমুনা পরীক্ষা করতে পেরেছি। এর মধ্যে প্রায় ৭ হাজার নমুনা পজিটিভ পেয়েছি, বাকি নমুনাগুলো নেগেটিভ এসেছে।’
প্রসঙ্গত, গত বছরের ১৮ মে শাবিতে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়। এর পরদিন ১৯ মে থেকে নমুনা পরীক্ষা শুরু হয়।

