২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জ ও ঝালোপাড়া এলাকায় পৃথক অভিযানে মাদকসহ দুই যুবক আটক

ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট নগরীর শিবগঞ্জ ও ঝালোপাড়া এলাকায় পৃথক অভিযানে দুই যুবককে মাদকসহ আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জস্থ রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে অভিযান চালিয়ে শেখর ঘোষ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক শেখর ঘোষ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমু চা বাগানের বাসিন্দা। তিনি মহেশ ঘোষের ছেলে।

অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে রাকিব হোসেন (২২) নামের আরও একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। রাকিব নগরীর চৌকিদেখি এলাকার ৬৯ নম্বর বাসার বাসিন্দা মো. ইউনুছের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });