নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে করোনায় আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ১০৬ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব থেকে ৭৮জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২৪শে জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের দুটি ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে যেসব এলাকায় করোনা আক্রান্তে সনাক্ত হয়েছেন সেগুলো হল- সিলেট জেলায় ৭২ জন। সুনামগঞ্জ জেলায় ৩০ জন, হবিগঞ্জ জেলায় ২জন, মৌলভীবাজার জেলায় ১জন, কুমিল্লা জেলার আরো ১জন আক্রান্ত হয়েছেন।
সিলেট জেলা : সিলেট সদরে ৫৮জন, গোলাপগঞ্জ ১জন, মোগলাবাজার ১জন, দক্ষিণ সুরমা ২জন, বটেশ্বর ৩জন, কানাইঘাট ২জন, বিশ্বনাথ ৫জন আক্রান্ত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা : দোয়ারাবাজার ২জন, দক্ষিন সুনামগঞ্জ ৪জন, জগন্নাথপুর ৫জন, বিশম্বরপুর ১জন, দিরাই ৭জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৭৩৭ জন এবং মার যান ৬০জন।

