ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা হারিছ আলীকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শুক্রবার রাত ১০টার দিকে নগরীর চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর, তেলিবাজার সহ নগরীর বিভিন্ন পয়েন্টে তারা সড়ক অবরোধ করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে শ্রমিকদের মিটিং চলাকালে হারিছ আলীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের প্রতিবাদে ও শ্রমিক নেতা হারিছ আলীকে মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেন বলেন জানান তারা।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, বিজিবি ১৯ব্যাটালিয়ান তাকে গ্রেফতার করেছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

