২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের উপর হামলা, অবস্থা আশংকাজনক

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের উপর হামলা, অবস্থা আশংকাজনক
ডায়ালসিলেট ডেস্ক:সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ পাওয়া খবরে, তার শরীরে অস্ত্রোপাচার চলছিল। জানা গেছে, রবিবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টার দিকে হোটেল পলাশে অনুষ্ঠিত হওয়া এ সভায় যোগদান শেষে বের হওয়ার পর শাহজাহানের উপর অতর্কিত হামলা চালানো হয়। ৭-৮ জন হামলাকারি ছুরি দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী হাসপাতালের অপারেশন থিয়েটারে তার শরীরে অস্ত্রোপচার চলছে। ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কি কারণে এবং কারা শাহজাহানের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });