ডায়ালসিলেট ডেস্ক::পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে মহা পরিকল্পনা করেছে। আগামী কয়েক বছরের মধ্যে তা বাস্তবায়ন হবে। ইতোমধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামের মানুষের জন্য বিদ্যুৎ থেকে শুরু করে নলকূপ, স্যানিটেশন, রাস্তা, ব্রীজ নির্মাণ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল-১১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজেন, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওয়ায় উপজেলার ১২৩ জন উপকারভোগীদের মাঝে নগদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
জেলার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ পরিচালক সুচিত্রা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, সুনামগঞ্জ গর্ণপূর্ত নির্বাহী প্রকৌশলী মমিনুল হক, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, আমিনুর রশীদ আমিন,মনির উদ্দিন, আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, প্রমুখ।
ডায়ালসিলেট এম/

