২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমজেএ

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  বিএমজেএ

ডায়াল সিলেট ডেস্ক:-

দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান বলেন, গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কলমযোদ্ধাকে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।