ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রতন শেখ। তিনি জানান, দোকান বসানোকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

