নিজস্ব প্রতিবেদক :: সিলেটে রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাবে করোনায় পজেটিভ সনাক্ত হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭০ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ৩০৫ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ৫৫ জন, ও মহিলা ১৬ জন। এতে করোনা আক্রান্ত জেলা হলো – হবিগঞ্জ ১জন ও মৌলভীবাজার ৩ জন এবং বাকি ৬৭ জন সিলেট জেলার।
এদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৮৬ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৬০ জনের নমুনা আসে নেগেটিভ। আক্রান্তের মধ্যে সুনামগঞ্জ জেলার ২৬ এবং সিলেট জেলার ২ জন রয়েছেন।
এনিয়ে ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৬, হবিগঞ্জ জেলায় ১জন, মৌলভীবাজার জেলায় ৩জন এবং সিলেট জেলায় ৬৯জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯৯জন।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ৭০ জন।

