২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

সিলেটর নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের নেতা গ্রেফতার

সিলেটর নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের নেতা গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট মহানগরের রিকাবিবাজার থেকে  ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । 

সোমবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টায় লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ছাত্রলীগ  নেতার নাম সালমান খান রাজিক (১৯)। সে মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলার আমীর খান রোডের ১৫৪ নম্বর বাসার মো. রিয়াজ খানের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।