নিজস্ব প্রতিবেদক :: সিলেট সহ বিভাগের অন্যান্য জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেটের দুটি ল্যাবে শুক্রবার করোনায় মোট ১১৫জন পজেটিভ সনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫০ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৬৫ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৩২ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৬ জন ও পুরুষ ৩৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, ও সুনামগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ১৭ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২৮৫ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৮২ জনের পরীক্ষা করা হলে ৬৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২১৭ জনের আসে নেগেটিভ।
এদের মধ্যে সিলেট জেলায় ২৩জন, সুনামগঞ্জ জেলায় ১৯জন এবং হবিগঞ্জ জেলার ৮জন এবং মৌলভীবাজার জেলায় ১৫জন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জ ২০ জন, হবিগঞ্জ ৮জন এবং মৌলভীবাজারে ৩২ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৫ জন।

